ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধি:-- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই বুধবার বিকেলে ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি (পেশাজীবী বিভাগ) মাওলানা বেলাল উদ্দিন সরকার, , সভাপতি (আদর্শ শিক্ষক ফেডারেশন) মোঃ আবু তালেব মাস্টার। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ সভাপতি মোঃ শামীম হাসান, সেক্রেটারি (যুব ও ক্রীড়া বিভাগ মোঃ হাফিজুর রহমান বেলাল), বায়তুলমাল সেক্রেটারি (যুব ও ক্রীড়া বিভাগ) মাহমুদুল হাসান (পলাশ)।
এছাড়াও কর্মী সমাবেশে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ইসলামী রাজনীতির গুরুত্ব ও দায়িত্বশীলতার বার্তা তুলে ধরেন।
প্রোগ্রাম শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং