নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার নোয়াদিয়া খলাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের সভাপতি মাহবুব মৃধা এবং মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে নারী নির্যাতন, লুটপাট ও ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নাহিদা বেগম বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাহিদা বেগম জানান, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের দোসর মাহবুব মৃধা ও মামুনুর রশিদ কাসেমী অনধিকার প্রবেশ করে তাকে ধারালো ছুরি ও লাঠি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তার ঘর থেকে রক্ষিত টাকা-পয়সা লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। তিনি আরও জানান, গত শনিবারও তাকে মারধর করা হয়েছে এবং আজও তাকে বেদম মারপিট করা হয়েছে। এ ঘটনায় তিনি শিবপুর থানায় মামলা করলেও এখন পর্যন্ত কোনো বিচার পাননি বলে অভিযোগ করেন। নাহিদা বেগম ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মাহবুব ও মামুনুর রশিদ কাসেমীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
নাহিদার স্বামী জানান, অভিযুক্তরা অত্যাচারী ও জুলুমবাজ। তারা তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এবং তার স্ত্রীকে মারধর করেছে। তিনিও অভিযুক্তদের বিচার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মাহবুব মৃধার বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি। গ্রামবাসী জানান, অভিযুক্ত মামুনুর রশিদ কাসেমী মাদ্রাসায় চাকরি করেন এবং বর্তমানে বাড়িতে নেই।
ভুক্তভোগী পরিবার এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং