নিজস্ব প্রতিবেদক।।ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাঈল হোসেন বাবুর বিরুদ্ধে নববিবাহিত পুত্রবধূকে মারধর ও শ্লীতাহানির অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া ঈসমাইল হোসেন বাবুর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের তথ্য পাওয়া গেছে।
জানা যায়, ইসমাইল হোসেন বাবুর ছেলে জনি পাশ্ববর্তী বড়গাঁও ইউনিয়নের আরাজী শাহপাড়া গ্রামের আইজুল ইসলামের মেয়ের সাথে দীর্ঘ ৩ বছর থেকে প্রেমের সম্পর্ক থাকার পর গত ১ মাস আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়।
গতকাল ছেলে তার বউকে বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে যুবদল নেতা বাবু সন্ত্রাসী বাহিনীসহ মেয়েটিকে মারধর ও শ্লীলতাহানি করে মেয়েটিকে তার বাড়ীতে দিয়ে আসেন।
পরে মেয়েটি স্বামীর টানে আবারও ছেলের বাড়ীতে যাওয়ার সময় ফুটানী বাজার নামক স্থানে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে বাড়ীতে ফেলে পালানোর সময় দুইজন সন্ত্রাসীকে স্থানীয়রা আটক করেন।
পরে স্থানীয় বিএনপি নেতা বদিউল কৌশলে ছেলে গুলোকে ছেড়ে দেন।
মেয়েটি বর্তমানে আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, যুবদল নেতা বাবু মেয়েটির পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন।
বিষয়টি ভূল্লী থানা প্রশাসনকে জানার পরও কোন আইনগত ব্যবস্থা নেয়নি বলে জানা যায়।