চৌধুরী নুপুর নাহার তাজ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের খানসামা উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ সিয়াম হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়ার আফাউল্লাহ ডাক্তার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার জাকিরুল ইসলামের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে সিয়াম বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়।
পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. প্রিয়ম সাহা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।