স্টাফ রিপোর্টার,নরসিংদী :বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নরসিংদী জেলা শাখা সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদী শহরের বটতলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কমিটি ও নরসিংদী জেলা শাখার সভাপতি আলতাব হোসেন।
আলতাব হোসেন তার বক্তব্যে জানান, গত বছর ২৬ অক্টোবর নরসিংদী জেলা শাখার শতভাগ ইউপি প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে আমি ও সাধারণ সম্পাদক হিসেবে খালেদ মাহমুদ নির্বাচিত হয়েছিলাম। পরে নভেম্বরের শেষার্ধে প্রথম সভায় পরাজিত সভাপতি প্রার্থী জুলহাস উদ্দিন ভুইয়াকে উপদেষ্টা ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী আলতাফ হোসেনকে সিনিয়র সহ সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করি। মতানৈক্য ও গ্রুপিংয়ের কারনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিলম্ব হলেও আজকে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।