1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
অপহরণের পর হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে সুবর্ণা হত্যাকারীদের বিচারের দাবী দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নারীর জন্য বাংলাদেশ এখনো নিরাপদ নয়: বাড়ছে ধর্ষণ, বাড়ছে নীরবতা – মাহি ঠাকুরগাঁও বেতারের উপস্থাপিকা সড়ক দুর্ঘটনায় হারালেন দুটি পা মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না — গণ অধিকার পরিষদের নেতা ফারুক শুক্রবার উত্তরাঞ্চলে হরিপুর-চিলমারী তিস্তা সেতু পরিদর্শন নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পঞ্চগড়ে ঘরের ভেতরেই অনলাইন জুয়ার কারবার।।  সেনা অভিযানে আটক হোতা সন্ত্রাসী বাহিনী দিয়ে আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুর বিরুদ্ধে নববিবাহিত পুত্রবধূকে মারধরের অভিযোগ গাইবান্ধা-০৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাও.শাহ আলম ফয়েজী

নারীর জন্য বাংলাদেশ এখনো নিরাপদ নয়: বাড়ছে ধর্ষণ, বাড়ছে নীরবতা – মাহি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ আল-মুকিদ মাহি, বিশেষ প্রতিনিধি।।নারীর ওপর ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে। শুধু শহর নয়—গ্রাম থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা নিজের বাড়িও নারীর জন্য নিরাপদ নয়।

আর এই ভয়াবহতার মধ্যেও সমাজের এক বড় অংশ এখনো চুপ। নারীর সম্মান রক্ষায় কেউ দাঁড়ায় না, বরং ভুক্তভোগীকেই প্রশ্নবিদ্ধ করা হয়।

বেসরকারি গবেষণা সংস্থা ও নারী অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন গড়ে ১১ জন নারী ও কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার হয়। এর মধ্যে একটি বড় অংশ ধর্ষণের। আর এর শতকরা ৯০ ভাগ ঘটনারই বিচার হয় না।

‘ভিকটিম’ নয়, অপরাধীকে করুন লজ্জিত ধর্ষণের পর মেয়েটিই যেন অপরাধী। তার পোশাক, রাতের সময়, বা কার সঙ্গে ছিল—এগুলো নিয়ে চলে প্রশ্নবাণ। অথচ সমাজ কেউ ধর্ষকের বিকৃত মানসিকতা নিয়ে কথা বলে না।

সমাজ বদলের কণ্ঠস্বর: মোঃ আল-মুকিদ মাহি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেশের সচেতন তরুণরা।
তাদের একজন মোঃ আল-মুকিদ মাহি, যিনি বলেন—

❝ ধর্ষণ শুধু শরীর নয়, এটা আত্মারও মৃত্যু। একে বন্ধ করতে হলে, সমাজকে নীরবতা ভাঙতে হবে। নারী দয়া নয়, অধিকার চায়—সম্মান নয়, নিরাপত্তা চায়। ❞

সম্প্রতি তিনি “আর কতকাল?” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে তিনি ধর্ষণ, নিরাপত্তাহীনতা ও সমাজের নীরবতা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন: শুধু আইন নয়, চাই মানসিকতার পরিবর্তন। বিশ্লেষকদের মতে, ধর্ষণ রোধে শুধু আইন নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে সম্মান ও সহমর্মিতা।

পাশাপাশি, ভুক্তভোগীদের দোষারোপ বন্ধ করে, তাদের পাশে দাঁড়াতে হবে। ধর্ষণ একদিনে বন্ধ হবে না, কিন্তু প্রতিদিন চুপ থাকলে তা আরো বাড়বে। আমাদের ঘরে, সমাজে, শিক্ষায়, রাজনীতিতে—নারীর সম্মান নিশ্চিত না হলে, আমরা উন্নত দেশ হতে পারি না। এই প্রতিবাদ শুধু নারীর নয়, এটি আমাদের সবার। এখনই সময় মুখ খুলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং