শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।পঞ্চগড় জেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতা মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস । এবছর জেরার ১২ জন শিল্পী এই কল্যান ভাতা পেয়েছে। পঞ্চগড়ের তিন টি সাংস্কৃতিক সংগঠনকেও সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, নাট্যদল ভূমিজের পরিচালক সরকার হায়দার, দীশারী নাট্য গোষ্ঠীর পরিচালক রফিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন পর্যায়ের সংস্কৃতিসেবী, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী,সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।