মুনতাহ মাহফুজ শ্রেষ্ঠ, একজন এসএসসি পরীক্ষার্থী কিশোর, গতকাল (৯ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের ইকো পাঠশালার সামনে থেকে কোচিং শেষ করে সাইকেল নিয়ে বের হয়। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি।
তার বাবা, সাংবাদিক আহমেদ তৌফিক, সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্য ব্যাকুল আকুতি জানিয়েছেন। তিনি বলেন,
“আমাদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতসহ সম্ভাব্য সকলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সারারাত ঠাকুরগাঁও শহরের আনাচে-কানাচে খোঁজা হয়েছে—কিন্তু এখনো শ্রেষ্ঠ’র কোন খোঁজ মেলেনি।”
শ্রেষ্ঠ খুবই শান্ত স্বভাবের ছেলে, বাইরের জগৎ সম্পর্কে তার তেমন ধারণা নেই। বাড়ি-স্কুল-কোচিং এই গণ্ডির বাইরেই তার জগত।
যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য থাকে, দয়া করে এই নম্বরে যোগাযোগ করুন:
📞 ০১৭১০৪০৬৭৬০
সাংবাদিক আহমেদ তৌফিক তার পোস্টে আরও বলেন:
“শ্রেষ্ঠ, যদি তুমি পোস্টটা দেখো—জানো, বাসায় কেউ কিছু বলবে না বাবা। সবাই শুধু তোমার ফিরে আসার অপেক্ষায়।”
📸 নিখোঁজ কিশোরের ছবি নিচে যুক্ত করা হলো। পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন, হয়তো আপনার শেয়ারে কোনো চোখে পড়ে যাবে।