তুমি আমার বন্ধু হবে?
অনেক বলবো, কথা
যত ছিলো লুকিয়ে ব্যথা।
স্বপ্ন গুলো উড়াল দিয়ে
আমায় জড়িয়ে কাঁদতো
আমার স্বপ্নে আমি মৃত
অন্যজনে বাঁচতো।
আরো আছে অনেক গল্প
শেষ হবে না বললে অল্প,
মেঘের সাথে যুদ্ধ আমার
বৃষ্টি যেতো হেরে
এতো কান্না লুকিয়ে ছিলো
হৃদয় মন্দির ঘরে।
দিনের আলো ছিলো আমার
রাতের আঁধার মতো
অন্ধকারে লুকিয়ে
দিন কেটেছে কতো।
একটু খানি বাঁচার লড়াই
কতো যুদ্ধের পড়ে
আজকে আমি ভালো আছি
সব গিয়েছে হেরে।
তুমি আমার বন্ধু হবে?
অনেক বলবো কথা
দু’জন মিলে উড়িয়ে দেবো
বিষাক্ত সব ব্যথা।