শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়:
পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে । “আমি অথবা এক জুলাইয়ের কাহিনী” শিরোনামে এই কর্মশালার আয়োজন করেছে নাট্যদল ভূমিজ। শনিবার বিকেলে ভূমিজের মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন প্রবিণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। ৩০ জন অভিনয় প্রেমী নবীন শিক্ষার্থী কর্মশালায় অংশ নিয়েছেন। জুলাই চেতনাকে দৃঢ় করার প্রয়াসে সৃজনশীল এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ভূমিজ কতৃপক্ষ। ভূমিজ নাট্যদলের পরিচালক ও সভাপতি জনাব সরকার হায়দার জানান এই কর্মশালা শুধু অভিনয় নয় বরং ইতিবাচক চিন্তা ও স্বপ্ন দেখার এক সৃজনশীল উদ্যোগ। তিনি আরো জানান বর্তমান সময়ে আমাদের স্কুল-কলেজের শিক্ষার্থী বন্ধুরা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ । এই সীমাবদ্ধতা আমাদের আগামী প্রজন্মকে উন্মুক্ত চিন্তার আড়ষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করে। আড়ষ্ঠতার এই দেয়াল ভাঙতে থিয়েটার চর্চার বিকল্প নেই। থিয়েটারে কলা ও বিজ্ঞানের সকল শাখার ব্যবহার করা সম্ভব। এজন্যই এই কর্মশালার আয়োজন। কর্মশালার মাধ্যমে নতুন অভিনয় শিল্পীদের নিয়ে একটি প্রযোজনা নির্মাণ করা হবে। কর্মশালায় বদিউজ্জামান মিলন, হাজ্জাজ তানিন এবং সৈয়দ জাকির হোসেন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, লেখক, গবেষক শফিকুল ইসলাম, ভূমিজের সহসভাপতি হাজ্জাজ তানিন, সাধারন সম্পাদক রনি শীল, মোস্তাক আহমেদ, রইস উদ্দিন । আগামী ১৩ জুলাই সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে।