স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার ১১জুলাই সবুজবাগ থানা ৫নং ওয়ার্ড সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, বর্তমানে (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষ তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। সংখানুপাতিক হারে নির্বাচন হলে সংসদ সদস্যের জনগণের কাছে কোন জবাব দিতে থাকবে না। যাদের সংসদীয় আসনে জনপ্রিয়তা নাই তারা আনুপতিক হারে নির্বাচন চায়। তিনি আরো বলেন প্রতিটি ওয়ার্ডে এক হাজার করে নতুন সদস্য সংগ্রহ ও নাবায়ন করতে হবে। ওয়ার্ড থেকে ইউনিট পর্যায়ে তৃণমূলে পৌঁছে দিতে হবে।
সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা, সবুজবাগ থানা,৫ নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।