1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানসামায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন কর্নেল মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিএনপি নেতারা হরিপুরে সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের কাছে সংসদ সদস্যের জবাবদিহিতা থাকবে না জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ পলাশবাড়ীতে দুর্নীতিবাজ সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ফেল করায় দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা : ১ জনের মৃত্যু শুক্রবার উত্তরাঞ্চলে হরিপুর-চিলমারী তিস্তা সেতু পরিদর্শন মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না — গণ অধিকার পরিষদের নেতা ফারুক

মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না — গণ অধিকার পরিষদের নেতা ফারুক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মত নেতা আমাদের নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদন্ডহীন।
বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকবো। আমাদের কেন ? উন্নয়ন হয় না এটা আমাদের বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরোও সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, এমপি মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে কোন সু চিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়া দৌড়ি করে।
এ সময় গণ অধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় পথ সভা করেন এবং তার দলের ঠাকুরগাঁও-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারনা চালান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং