চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এবার মুখ খুললেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী। শনিবার (১২ জুলাই) সকালে খানসামা উপজেলার চৌধুরী রাইস মিল চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, “গত (১১ জুলাই) বিএনপির কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে কাচিনিয়া বাজারে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু সেটি পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হয়। হামলার নেতৃত্ব দিয়েছেন দলেরই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন।”
তিনি অভিযোগ করে আরও বলেন, “এই হামলায় আমি নিজে, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। হামলাকারীরা লাঠি, রড, ইটপাটকেল, পাইপ দিয়ে বেপরোয়া হামলা চালায়। এতে ৬০টি মোটরসাইকেল ভাঙচুর হয়।”
সংবাদ সম্মেলনে আহত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা মাথা, হাত ও শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে হামলার ভয়াবহতা তুলে ধরেন। বক্তারা জানান, পুলিশকে ঘটনার সময় অবহিত করা হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে, যা হামলাকারীদের সুবিধা দেয়।
স্থানীয় নেতারা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের ভাষ্য, “দলের ভাবমূর্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে অবিলম্বে বহিষ্কার করতে হবে। বিএনপি কখনোই সহিংস রাজনীতিকে প্রশ্রয় দেয় না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, আহত নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। শেষপর্যন্ত, দলীয় ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা।