ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
পুরান ঢাকার ভাংরি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১২ জুলাই শনিবার দুপুরে গাইবান্ধা পৌর শহরের ১নং রেলগেট এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক কলিরাণী দাস, সদস্য জয়নুল ইসলাম, মোখলেছুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে সোহাগকে চিহৃিন্ত সন্ত্রাসীরা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। যা মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে দেশ জুড়ে মানুষের মাঝে সৃষ্টি হয় ক্ষোভ, স্ব স্ব স্থান হতে জানানো হয় প্রতিবাদ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং