চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় সড়কের পাশের একটি পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুট্টা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাংলাভাষা কলেজের পাশের একটি পাটক্ষেতে অচেতন অবস্থায় একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে দেখে তার শরীরে কোনো সাড়াশব্দ নেই। তাৎক্ষণিকভাবে তারা থানায় খবর দিলে খানসামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে পরিবারের সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।
নিহতের জামাতা রেজাউল করিম বলেন, “আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে তিনি কিছুদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন এবং আমাদের জানিয়েছিলেন যে, কিছু পাওনা টাকা নিয়ে সমস্যায় রয়েছেন। আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
এই ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খানসামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে কিনা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।