আটোয়ারী প্রতিনিধি।।পঞ্চগড় আটোয়ারীর বোধগাও নয়াপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগী নাসির উদ্দিন (৬০) গত ৩৮ জুলাই আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,পৈতৃক সুুুএে জমিজমা সংক্রান্ত সবুজ আলী ও মিয়ার উদ্দিন নামে অভিযুক্ত রা অনধিকার প্রবেশ করে হামলা চালায়।প্রতিপক্ষ একটি প্রভাবশালী মহল তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বিরোধের জেরে ওই দিন রাত ১০টার দিকে অভিযুক্ত রা সশস্ত্র হামলাকারী হাসিন উদ্দিনের বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লাঠিসোটা, রড, লোহার পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের উপর এলোপাথাড়ি হামলা চালানো হয়। এতে নাসির উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতদের মধ্যে নাসির উদ্দিন ছাড়াও রয়েছেন তার পরিবারের লোকজন। ঘটনার পর প্রতিপক্ষ পালিয়ে গেলেও এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে কোনো বিচার মিলছে না। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।