ফজলার রহমান (গাইবান্ধা) প্রতিনিধিঃ- পৈত্রিক সূত্রে প্রাপ্ত মালিকানা জমি জবর দখলের চেষ্টায় থানায় অভিযোগ দায়ের।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের হবিবর হোসেন পৈত্রিক ও কবলা সূত্রে মালিকানা জমিতে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল। এরই মধ্যেই একই গ্রামের কানাডা প্রবাসী সাইদুর রহমান সরকার উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ নিয়ে হবিবর হোসেন বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, মনোহরপুর মৌজার জেএল নং- ১৪৬, খতিয়ান নং- ৪৯৩, দাগ নং- ২১৪৪, মোট জমির পরিমাণ ৯ শতাংশ। উল্লেখিত জমি ঘরোয়া দাগ সূত্রে ২১৪৪ দাগে ৩৪ শতাংশ জমির মধ্যে ৯ শতাংশ জমি ভোগ দখল করবে মর্মে ক্রয় করেন। যার দলিল নং- ২২৮৩, তাং- ১১/০৪/১৯৯২ইং। বিবাদী কানাডা প্রবাসী সাইদুর রহমান জোরপূর্বক উক্ত জমি জবর দখলের চেষ্টা করেন। এ ব্যাপারে হবিবর হোসেন পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং-১৩০, তাং- ০৩/০৭/২০২৫ইং। উক্ত ডায়েরী করার ফলে বিবাদী কর্তৃক বাদী ও ভাইকে জড়িয়ে মিথ্যা অপহরণ এবং চাঁদাবাজির অভিযোগ এনে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চাঁদাবাজির কোন প্রমাণ না মেলায় স্থানীয় ভাবে বৈঠকের মাধ্যমে মিমাংসার পরামর্শ প্রদান করেন। এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছেন।