বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের নিটোল ডোবা গ্ৰামের নিরপরাধী ব্যবসায়ী মোঃ নাসিরুল ইসলাম (৩৭ ) কে পেঁয়াজের ব্রীজ চুরির অপবাদ দিয়ে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের সালডাঙ্গা গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা ১ নং পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দবিরুল ইসলাম এর ছেলে মতিউর রহমান এর বিরুদ্ধে।স্থানীয়দের কাছে থেকে জানা যায় নাসিরুল ইসলাম দীর্ঘ দিন ধরে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত এবং সে ব্যবসা বাণিজ্য করে সংসার চালায়। এই বিষয়ে নাসিরুল ইসলাম বলেন মতিউর রহমান আমার নামে একের পর এক মামলা দিয়ে আমার কাছে মোটা অংকের টাকা দাবি করছে
এবং দাবি করা টাকা দিলে মামলা তুলে নিবেন
দাবি মতিউর রহমানের
না হলে আরও অনেক মামলা দিব
দাবিকৃত টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি প্রধান করেন
নাসিরুল ইসলাম অভিযোগ করে বলেন একাধিক মামলার বিষয়ে মতিউর রহমানকে
কে বা কাহারা
একের পর এক মামলা করতে সহযোগিতা করেছেন।
আমি একজন ব্যবসায়ী আমাকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এবং যারা আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।
ঘটনাস্তলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায় নাসিরুল ইসলাম একজন ভালো মানুষ সে অনেক দিন ধরে ব্যবসা করে আসছে তাকে আক্রোশ মুলুক ভাবে একের পর এক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে
আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে যে একজন নিরপরাধ মানুষকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।