কষ্ট কাউকে দেখানো যায় না,
কষ্টের কথা বলা যায়।
কষ্ট নেবে কাউকে দু:খ দিয়েও না,
কষ্ট এক ধরনের গভীর যন্ত্রণা।
আমি কষ্ট পেতে ভালোবাসি,
কষ্টের মাঝে আসুক সুখ শান্তি।
সন্ধ্যা আসে সন্ধ্যা যায় দিনের ভাবনায়,
কত দিন কত রাত এভাবেই কেটে যায়।
আমি ভাবছি সেথায় গভীর কষ্টের ভালোবাসায়,
কষ্ট গুলো নিয়ে আমি যেন এক পৃথিবী সাজায়।
সন্ধ্যা আসে সন্ধ্যা যায় দিনের ভাবনায়।
কষ্ট গুলোকে দেখে যেন পাথর কাঁদে পথে পথে,
মানব কাঁদে সেই পথে পথে কষ্টের ঐ যন্ত্রণায়।
যাঁর কষ্ট সে বুঝে - দু:খ দিয়েও না মানবের অন্তরে, আমার কষ্টে পাথর কাঁদে দেখেছে পৃথিবী জুড়ে।
আমি ভাবছি সেথায় শান্তি শৃঙ্খলার লক্ষ্য হোক তোমার আঙিনায়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং