চৌধুরী নুপুর নাহার তাজ,নিজস্ব প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরের খানসামা উপজেলায় মানবিক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম বিতরণ করা হয়। একই সঙ্গে প্রচণ্ড গরমে অভিভাবকদের আরামদায়ক সহায়তা হিসেবে সরবরাহ করা হয় খাবার পানি ও স্যালাইন।
সোমবার (১৭ জুলাই) এই কর্মসূচি পালিত হয় উপজেলার বিভিন্ন কেন্দ্রের সামনে। ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান অভিভাবক ও স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ, আঃ সবুর, শাকিল মাহমুদ এবং সদস্য মোঃ আসাদুজ্জামান, মনজুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতারা বলেন, “এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের উৎসাহ দেওয়া এবং অভিভাবকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।