চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি।।গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে জুলাই বিপ্লবীদের ওপর হামলার ঘটনাকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন দিনাজপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোশফেকুর রহমান। তার ওই মন্তব্যে চরম ক্ষুব্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দিনাজপুরে বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে, বিক্ষুব্ধ ছাত্ররা দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন।
এর আগে সন্ধ্যায়, নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিতর্কিত এক পোস্টে এএসপি মোশফেকুর লেখেন—“ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।”
এই মন্তব্যটিকে আন্দোলনকারীরা স্পষ্টত জুলাই বিপ্লবীদের আন্দোলন ব্যঙ্গ করে কটাক্ষ বলেই মনে করছেন।
আন্দোলনের অন্যতম সংগঠক একরামুল হক আবির বলেন— “এই পুলিশ কর্মকর্তা আগেও আমাদের ওপর গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন। তখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার আবার সামাজিক মাধ্যমে আমাদের আন্দোলনকে নিয়ে ব্যঙ্গ করলেন। এটা ক্ষমতাসীন দলের মদদ ছাড়া সম্ভব নয়। আমরা শুধু প্রত্যাহার চাই না, তার বিরুদ্ধে দ্রুত মামলা ও গ্রেপ্তার চাই। না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব।”
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পোস্টটি দেখার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং মোশফেকুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।”
এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ ও নাগরিক অধিকার সংগঠনগুলো পুলিশ সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করছে।
উল্লেখ্য, গোপালগঞ্জের ঘটনায় আহত হয়েছেন এনসিপি ও জুলাই বিপ্লব আন্দোলনের একাধিক নেতাকর্মী।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং