1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোপালগঞ্জের ঘটনা নিয়ে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার পঞ্চগড় জেলা যুবদলের এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে  নরসিংদী বহুল আলোচিত শিল্পপতি থার্মেক্স গ্রুপের মালিক আব্দুল কাদির মোল্লা বাড়ি গাড়ি মিল কারখানা সব বিক্রি করে দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না- রাশেদ প্রধান ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা উত্তরবঙ্গের জমজমাট পশুর হাট যাদুরাণী বাজার ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন তারেক রহমানের নির্দেশনায় খানসামায় ছাত্রদলের মানবিক উদ্যোগ; এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, অভিভাবকদের পানি ও স্যালাইন সরবরাহ কষ্ট কাউকে দেখানো যায় না কষ্টের কথা বলা যায় // রেজাউল করিম (রাজা)

নরসিংদী বহুল আলোচিত শিল্পপতি থার্মেক্স গ্রুপের মালিক আব্দুল কাদির মোল্লা বাড়ি গাড়ি মিল কারখানা সব বিক্রি করে দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নরসিংদী থেকে মাসুদ রানা।।এই মর্মে মেসার্স রিদিশা কর্পোরেশন এন্ড কনস্ট্রাকশন এর মালিক জয়নাল আবেদিন শামীমকে পরামর্শক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।।

ঋণী জর্জরিত নারী ও ব্যাংক কেলেংঙ্কারির এই মহানায়ক হঠাৎ করে অতি গোপনে যে চুক্তি করেছে তা দেশবাসীর সামনে তুলে ধরা হলো।

আমি মোঃ আব্দুল কাদির মোল্লা এই মর্মে ঘোষণা করছি যে, সংযোজিত পাতায় উল্লিখিত ৯০০৪,৫৪,০০,০০০/= (নয় হাজার চার কোটি চুয়ান্ন লক্ষ) টাকা মূল্যের প্রতিষ্ঠানটি প্যাকেজ মূল্য ৮০০০,০০,০০,০০০/= (আট হাজার কোটি) টাকায় বিক্রয় করিতে মেসার্স রিদিশা কর্পোরেশন এন্ড কনস্ট্রাকশন এর মালিক জয়নাল আবেদিন শামীমকে পরামর্শক হিসেবে দায়িত্ব প্রদান করিলাম।

উল্লিখিত মূল্যে ক্রেতা পক্ষ ক্রয় করিতে রাজি থাকিলে কোম্পানি আইন অনুযায়ী/ উভয় পক্ষের আলোচনা মোতাবেক গঙট চুক্তি সম্পাদন করিতে আমার আপত্তি থাকবেনা।

উল্লেখ থাকে যে, উল্লিখিত মালামাল হইতে মালিক পক্ষের ব্যবহৃত ৪টি ফ্ল্যাট, নরসিংদীর একটি বাড়ি, ব্যবহৃত ১৪টি গাড়ি এবং নিজ গ্রামের বাড়িতে আনুমানিক ৭৩ শতাংশ জমি ও সড়ক ও জনপথ কর্তৃক ধার্যকৃত ক্ষতিপূরণের টাকার অনুকূলে ১৮ কোটি টাকা আমি বিক্রেতার অনুকূলে থেকে যাবে।

এছাড়া আরেকটি চুক্তি নামায় লেখা রয়েছে। আমি মোঃ আব্দুল কাদির মোল্লা এই মর্মে ঘোষণা করছি যে, প্রস্তাব পত্রে উল্লিখিত মূল্য ৮০০০,০০,০০,০০০/= (আট হাজার কোটি) টাকায় বিক্রয়ের নিমিত্তে গঙট চুক্তি সম্পাদন করিলে মেসার্স রিদিশা কর্পোরেশন এন্ড কনস্ট্রাকশনকে তার কনসালটেন্সি ফি/ কমিশন হিসেবে ১% টাকা প্রদান করিব। এতে আমার কোন আপত্তি থাকিবেনা।

এ বিষয়ে একজন ব্যাংকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে দেয়া সম্পত্তি ব্যাংকের অনুমতি ছাড়া কোন ভাবেই বিক্রি করতে পারবে না

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং