শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
জলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে প্রতিকী ম্যারাথন শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ম্যারাথনে অংশ নেয়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির সমন্বয়কারী তাসবিরুল বারী নয়ন, জুলাই যোদ্ধা নাহিদ আহসান আবির, শহীদ সুমন ইসলামের বোন মোছা. মনি বেগম বক্তব্য দেন।
বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ ও লালন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিভেদ ভুলে রাষ্ট্রকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুদুর কবীর স্বাগত বক্তব্য দেন। জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে। #এ