নরসিংদী সংবাদদাতা।।নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ঐতিহ্যবাহী মোমেন খান চত্বরে অনুষ্ঠিত হয়েছে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টায়।
গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন:
“জুলাই-আগস্ট মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়। এই মাসে যারা স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন, তারা ছিলেন সত্যিকার অর্থে গণতন্ত্রের শহীদ। বিএনপি শহীদদের সেই চেতনা লালন করেই জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আবদুল সাত্তার, সভাপতি, পলাশ থানা বিএনপি। সভা পরিচালনা করেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগ সম্পর্কে অবগত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার নবায়ন করা।
আয়োজনে: নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।