ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি কামরুল হাসান খোকন মায়ের জানাজায় অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে পুলিশের কঠোর পাহারায় কারাগার থেকে তাকে নিজ বাড়িতে আনা হয়। সেখানে শেষবারের মতো মায়ের মুখ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। জানাজা ও দাফনকার্য শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল হাসান খোকনের মা নুরজাহান বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল ৭টার ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। কারাগারে থাকা অবস্থায় মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ভেঙ্গে পড়েন। এরপর মায়ের জানাজা ও দাফনকার্যে অংশ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
আবেদন মঞ্জুর হলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়।কারাগার থেকে পুলিশের কঠোর পাহারায় তাকে ঠাকুরগাঁও শহরের শাহপাড়ার বাড়িতে আনা হলে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে রাত ১০টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও বিএম ল্যাবরেটরি স্কুল মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়রা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়।
দাফনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হাসান খোকন তার মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি এই মানবিক সুযোগ দেওয়ায় জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।