স্টাফ রিপোর্টার:বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) র দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানান অনিয়ম দূর্নিতির অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছিল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ নাজমুল করিমকে।
গত ৩১ শে মে, এই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে দলীয় প্যাডে তার বহিস্কারাদেশ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। বিআরপির বহিস্কৃত এই নেতা হয়েও দলীয় প্যাড, ঠিকানা ও লগো ব্যবহার করে করে পুনরায় অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাই তার এমন প্রচার ও প্রচারনায় যেন সাধারন জনগন বিভ্রান্ত না হয় সেই জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন বিআরপি’র মহাসচিব জনাব মোঃ তৌহিদুল ইসলাম।
বহিস্কৃত জনাব নাজমুল করিম গতকাল ১৯ শে জুলাই দলের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে দলীয়ভাবে আলোচনাসভা ও বর্ষপূর্তি পালিত হয়েছে। সেখানে বিআরপি’র মহাসচিব জনাব মোঃ তৌহিদুল ইসলাম জানান, বহিস্কৃত নাজমুল করিম দলের নাম, ঠিকানা, লগো, ফেইসবুক ব্যবহার করে তিনি নিজেকে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র সভাপতি দাবী করেন। যা সম্পূর্ণ অনৈতিক, বেয়াইনী ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী।
যেহেতু, নাজমুল করিম একাধিক রাজনৈতিক দলের সদস্য হওয়া সত্বেও তিনি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র আন্তর্জাতিক বিষয়ক পদ অলংকৃত করেছিলেন, অন্যদিকে তার বিরুদ্ধে নানান দূর্নীতির অভিযোগ ভূক্তভোগীরা দলীয় কার্যালয়ে পাঠিয়েছেন। সেহেতু দলীয় বিধি মোতাবেক দলীয় পদ থেকে তাকে অপসারন করে করে বহিস্কার করে দেশের বিভিন্ন মিডিয়ায় তা প্রচার করা হয়েছিল। তার এই ধরনের অনৈতিক কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ৩১ শে মে সাধারন ডায়েরি করা হয়। যার জিডি নং ২০৮৪। এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় আরও একটি অভিযোগ করা হয়েছে যা তদন্তাধীন রয়েছে বলেও জানানো হয়।
তাই দেশের সাধারন জনগন ও বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র সকল সদস্যদেরকে জনাব নাজমুল করিমের এমন বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।