নরসিংদী প্রতিনিধি।।নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার এরশাদ মেম্বারকে ঘিরে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নামধারী এই বিএনপি নেতার বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা, যার মধ্যে রয়েছে শিশু ধর্ষণ, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ মেম্বারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় তিনি একজন শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি হিসেবে গ্রেপ্তার হন, অন্য একটি মামলায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এছাড়াও, তিনি প্রবাসীদের বাড়িতে হামলা চালিয়ে অর্থ আদায়, বিকাশ এজেন্টদের জিম্মি করে টাকা ছিনতাই এবং এলাকায় গণপিটুনির নামে ‘মব জাস্টিস’ পরিচালনার অভিযোগেও অভিযুক্ত।
বাঁশগাড়ির একাধিক নির্ভরযোগ্য ব্যক্তি অভিযোগ করেছেন, এরশাদ মেম্বার নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করেন এবং রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তার বিরুদ্ধে রায়পুরা থানা ও বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ জমা পড়েছে।
সম্প্রতি স্থানীয় জনগণের ক্ষোভ চরমে পৌঁছালে বিক্ষুব্ধ এলাকাবাসী এরশাদ মেম্বারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা দাবি করেন, “আমরা আর এই সন্ত্রাসীর হাতে জিম্মি থাকতে চাই না, এর বিচার চাই।”
এই বিষয়ে একাধিকবার এরশাদ মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
বাঁশগাড়ির সর্বস্তরের জনসাধারণ এরশাদ মেম্বারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করে নিরীহ মানুষের জীবনকে বিপন্ন না করে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং