জাত নিয় ভাই বলিস কেন
ঘৃনার কাদা কে ছড়ালো,
কোন ক্লিনিকে জন্ম নিলি
গায়ের বসন কে জড়ালো?
কে মুড়ালো মাথা, নাড়ী
কে বানালো বসন খানা
কার কাছে তুই শিখলি হরফ
জাতা-জাতির বিড়ম্বনা।
কে বানালো সাখা সিঁদুর
কে বানালো তসবি টুপি
কার প্রতি তোর ঈর্ষা রে মন
নফসকে করলি বহুরূপী!
বল কোথায় তোর জাতের অহং
কোথায় রে তোর হীন পরিচয়,
মানুষ সে তো পরম সত্য
ধর্ম লিপি সব কল্যাণময়।