ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :
সরকারের নির্লিপ্ততা,সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দে’র বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, কুচক্রি মহল কতৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।
আজ সোমবার (২১ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালযের সামনে থেকে জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু’র নেতৃত্বে কেন্দ্রীয় শ্রমিক দলের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পি,এ আব্দুল মজিদ,যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা যুবদলের সভাপতি এ্যাড: মির্জা নাজমুল ইসলাম কাজল,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী (রুবেল),জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো:আফতাব হোসেন সেলিম,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজুসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মী’রা।
এসময় তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনসান সাগরেদ