1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্ঠিত পঞ্চগড়ে কর্নেল তাহের দিবস পালিত পঞ্চগড়ে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন জাত //  মো: আবু তাহের পঞ্চগড় ডেইরি হাবে সেনাবাহিনীর অভিযান।। সঠিক কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যার প্রতিবাদ ‘অবিবাহিত’ আক্তারিনা ভাতার খাতায় ‘মা’! টাকা যায় ইউপি সদস্যার জামাইয়ের মোবাইল নম্বরে ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ইট-বালু ঘরে পড়ার প্রতিবাদ করায় মারধর, ঠিকাদার গ্রেপ্তার রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের আতঙ্ক “এরশাদ মেম্বার” — একাধিক অপরাধে অভিযুক্ত এই নামধারী বিএনপি নেতা ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীনের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার

পঞ্চগড়ে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ন্যায় কুঞ্জের উদ্বোধনী বক্তব্যে বলেন, বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে অবস্থানকালে স্বস্তি ও তথ্য সহায়তা দেওয়ার জন্য এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগার এবং তথ্য ও সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে তারা প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমেও সহায়তা নিতে পারবেন। ন্যায়কুঞ্জে মিনি কনফেকশনারি, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র ও বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে। এদিকে তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধনের খবর পেয়ে সাধারণ সেবা প্রত্যাশীরা সন্তোষ প্রকাশ করে বলেন, তথ্য ও কাগজপত্র পেতে থানা পুলিশ, কোর্ট ইন্সপেক্টর ও আইনজীবীদের কাছে যেতে হতো। যদি এই তথ্য ও সেবা কেন্দ্রে নিয়মিতভাবে তথ্য সরবরাহ করে তাহলে তাহলে এটি আমাদের জন্য অনেক উপকারে আসবে। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ, পিপি আদম সুফি, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মাহবুব উল হোসেন বক্তব্য দেন । এর আগে আগে সহকারী জজ মো. তারেকুজ্জামান পবিত্র কোরআন তেলাওয়াত ও সহকারী জজ কল্যাণ রায়ের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী, মো. কামরুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার লিমেন্ট রায়, জিপি আব্দুল বারী, স্পেশাল পিপি জাকির হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মাহিদুর রহমানসহ বিচারক, আইনজীবী, গণমাধ্যম কর্মী, বিচারপ্রার্থী, বিচার বিভাগের কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথির পক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ ফলক উন্মোচন ও আদালত চত্বরে একটি বৃক্ষ রোপন করেন।
একতলা ৮০০ বর্গফুটের এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৫২ লাখ ৫৪ হাজার টাকা। ভবনটিতে অপেক্ষামান কক্ষ, ক্যান্টিন, পুরুষ ও মহিলাদের পৃথক টয়লেট, ব্রেস্ট ফিডিং কর্ণার রয়েছে। গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং