বাবুল মিয়া: নরসিংদীতে শিক্ষা উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ ২২ জুলাই, সোমবার দুপুর ২টায়, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হাজার হাজার ছাত্র-জনতা নরসিংদী প্রেসক্লাব চত্বরে জড়ো হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা “আসিফ নজরুল পদত্যাগ করো”, “শিক্ষার নামে প্রহসন চলবে না” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। নরসিংদী প্রেসক্লাব ও পৌরপার্ক সংলগ্ন এলাকায় এই কর্মসূচি চলে দীর্ঘ সময় ধরে।
বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টার উদাসীনতা ও দায়িত্বহীন বক্তব্যের কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং