মায়ের কাছে ছোট্ট শিশুটি ধরেছে আজি বায়না-
ওমা!ওগো মা আজকে মন স্কুলে যেতে যে চায়না,
মা বলে ওগো সোনা কেনো যাবেনা আজকে স্কুলে-
বলে শিশু থাকিনা মা বেশি সময় তোমার কোলে।
তোমার কোলে তোমার আঁচলে থাকতে মন চায়-
পড়াশোনার জন্যই তো অনেক সময় কেটে যায়,
ভালো করে মা তোমার আদর স্নেহ নিতে পারিনা-
আজকে সময় করে তোমার কোলে থাকি ও মা!
মা বলে কড়া স্বরে মানুষ হতে হবে আগে তোমায়-
স্কুল কলেজ আগে পাশ করো পাবে অনেক সময়,
সেই শিশুটি পাঠশালায় গিয়ে যদি ফেরে লাশ হয়ে-
সন্তান হারা সেই মা সান্ত্বনা দিবে মনকে কি দিয়ে!
নাড়ী ছেড়া ধন কলিজার টুকরাকে খুঁজে না পেয়ে-
অনেক মা-ই পাগলিনী হয়েছে সন্তান শোক নিয়ে,
ওগো মাবুদ করো দয়া সন্তানের লাশ খুঁজে পেতে-
রাজনীতির বলি না হয় যেনো মৃত সন্তান ধরনীতে।
যার গেছে সেইতো বুঝবে অন্য কারো বোঝার নয়-
প্রেক্ষাপট বুঝে চলার সুবুদ্ধি দিও যতই হোক নির্দয়,
সান্ত্বনা স্বরূপ সন্তানের লাশটাও যদি না পায় মা-
হয়তো ভাববো রাজনীতি করি আমরা মানুষ না!
মা আর সন্তানকে বলবেনা দ্রুত স্কুলে যাও সোনা-
হয়তো আর খেলতে চাইলেও করবেনা কভু মানা,
সিস্টেমে গেলো যে ঝরে হ্যামিলিয়নের বাঁশির সুরে-
মায়ের নাড়ী ছেড়া অবুজ শিশুরা আসবেনা ফিরে...
✒️এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক,
পরিবেশ ও মানবাধিকার কর্মী,
সভাপতি-
গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং