শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার পঞ্চগড় জেলার সদর উপজেলার মীরগড় রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী রাস্তা সংলগ্ন উম্মুক্ত অবস্থায় সংরক্ষণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০২(দুই) জনকে মোট ২০০০/-(দুই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান ও সুবীর সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় আগামী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে নির্মাণ সামগ্রী রাস্তা থেকে দূরে অপসারণ, রাস্তায় ট্রাক রেখে বালু লোড থেকে বিরত থাকা ও বালু পরিবহণকালে যানবাহনের চাঁকা ও বডি (কাঠামো) পরিস্কার করে ঢেকে পরিবহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।