শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. আফজাল হোসেন আর নেই। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যূতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু, প্রয়াত সাংসদ মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা বেগম, ছেলে মাহমুদ হোসেন সুমনসহ জেলা উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা পৃথক পৃথকভাবে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বোদা উপজেলার বড়শশী ঝাকুয়াপাড়া গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।