শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পঞ্চগড়ে বিচার বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার বিকালে জেলা স্টেডিয়ামে পঞ্চগড় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এমদাদুল হক প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতি পাবলিক প্রসিকিউটর অফিসের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মাহবুব আলম, সদস্য মির্জা আমিরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিচারক, আইনজীবী, আইনজীবী সহকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাবলিক প্রসিকিউটর আদম সুফি স্বাগত বক্তব্য দেন।
উদ্বোধনী দিনে বিচার বিভাগ ও আইনজীবী সমিতির এবং জুডিশিয়াল বিচার ও আইনজীবী সহকারীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার আইনজীবী সমিতি ও জুডিশিয়াল বিচার বিভাগ এবং বিচার বিভাগ ও আইনজীবী সমিতির মধ্যে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পিপি আদম সুফি বলেন, বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উৎসব মুখর পরিবেশে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন।