ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে এসএসসি ২০২৫ খ্রি.কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবার সকাল থেকে দিনভর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া ১২’শ শিক্ষার্থী ছাড়াও তাঁদের অভিভাবক ও শিক্ষক- কর্মচারীসহ সংশ্লিষ্ট প্রায় ৩ হাজার জন এসময় উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারি শিক্ষক আজহারুল ইসলাম রাজা’র সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের ধারাবাহিক সফলতার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন,প্রতিষ্ঠানটির পরিচালক মতিয়ার রহমান লাভলু,অধ্যক্ষ জামিউল ইসলাম জাহিদ,সহকারি প্রধান শিক্ষক সালমা আক্তার শিউলি,সহকারি শিক্ষক গোলজার রহমান রাজিব,সুমন সরকার ও ফারজানা আকতার হিরা প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন নবম শ্রেণীর শিক্ষার্থী আল মিরাজ
ও অষ্টম শ্রেণীর শিক্ষা জুমায়রা তাসনিম।
কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা পরবর্তী এক
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন।
শেষে প্রতিষ্ঠান ক্যাম্পাসে উপস্থিতরা মধ্যাহ্নভোজ অংশ নেন।
এরআগে ঢাকার উত্তরায় হৃদয়বিদারক মাইলস্টোন
স্কুল এন্ড কলেজে ভয়াবহ ও মর্মস্পর্শী বিমান দূর্ঘটনা ট্রাজেডিতে হতা-হতের ঘটনায় গভীর শোক-সমবেদনা
ও নীরবতা ছাড়াও বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।