1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যখন কৃষক খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা,, পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলএন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ আউলিয়াপুরে বিএনপি নেতা শহিদুলের বিরুদ্ধে জমির হিসাব নিয়ে বিধবা ভাবি, ভাতিজা ও জামাইদের মারধরের অভিযোগ ঠাকুরগাঁওয়ের দুঃখী জান্নাত পেলো সুখের দোকান পলাশবাড়ী পৌর এলাকায় জমি জমানিয়ে বিরোধের জেরে হয়রানী মুলক মামলা দেওয়ার অভিযোগ পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে চরম অনিয়ম

খানসামায় পারফরম্যান্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

চৌধুরী নুপুর নাহার তাজ,জেলা প্রতিনিধি, দিনাজপুর।।

দিনাজপুরের খানসামা উপজেলা হলরুমে রবিবার, ২৭ জুলাই অনুষ্ঠিত হলো শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় একটি বর্ণাঢ্য সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এই কর্মসূচি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE), যা সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। মূলত শিক্ষার্থীদের মেধা ও পারফরম্যান্সের স্বীকৃতি দিতেই এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো: শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রোগ্রাম পরিচালক আমিনুল ইসলাম এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তাঁরা বলেন, “দেশের ভবিষ্যৎ গড়ে উঠছে এই মেধাবী প্রজন্মের হাত ধরে। সরকার শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান সরকার বলেন,
“এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন এবং ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের বীজ বপন করে।”

অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন বক্তব্য, করতালি এবং আনন্দঘন পরিবেশে। শিক্ষার্থীদের মুখে ছিল হাসি, চোখে ছিল স্বপ্ন। পুরো আয়োজনজুড়ে ছিল একটি শিক্ষাবান্ধব, উৎসাহব্যঞ্জক এবং মানসম্মত পরিবেশ।

অনুষ্ঠানের একপর্যায়ে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবশেষে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ শেষে একটি সম্মিলিত ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

এটি ছিলো এক অনন্য আয়োজন—যা শুধু পুরস্কার বিতরণ নয়, বরং নতুন প্রজন্মকে গড়ে তোলার এক উদ্দীপনামূলক পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত