ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের শুক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপির সাবেক এক নেতা আনছার আলী। এসময় তিনি প্রকাশ্যে বলেন, "আমার ইউনিয়নে পাঙ্গা নিও না, সমস্যা আছে।"
ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) বিকেলে। দৈনিক ঘোষণা পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের দৃশ্য ভিডিও করতে গেলে এবং অভিযুক্ত আনছার আলীর সাক্ষাৎকার নিতে চাইলে তিনি ওই মন্তব্য করেন।
আনছার আলী ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নদীর বাঁধ এলাকা থেকে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে, যার ফলে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং কৃষি জমি হুমকির মুখে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনে এ অপকর্ম চলছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিষয়টি নিয়ে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
"নদী থেকে বালু তোলা যেমন অপরাধ, তেমনি সাংবাদিককে হুমকি দেওয়াও অপরাধ। আমি বিষয়টি দলের কাছে তুলে ধরবো এবং সত্যতা প্রমাণিত হলে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া জানান,
"আমি আগামীকাল অফিস থেকে একটি টিম পাঠাবো। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন,, এমন ঘটনায় শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক দলের যথাযথ পদক্ষেপ গ্রহণে পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং