ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা বিএনপি বিভিন্ন ইস্যুতে তাদের বিরুদ্ধে চলমান অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, বালুর ঘাট, রামনাথ হাট ডাক, রুহিয়া ডিগ্রি কলেজের সম্পত্তি নিয়ে টেন্ডার, স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের জমি বিরোধ এবং রমেশ চন্দ্র সেনের অটো রাইচ মিলের শোটা চালু। এই সব ইস্যুতে থানা বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে যে অভিযোগ বা প্রচার চালানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন বলেন, “একটি ইন্ডাস্ট্রি এলাকার হাজারো মানুষের কর্মসংস্থানের উৎস।
পতিত ক্ষমতাসীন দলের ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের অটো রাইচ মিলের বন্ধ হয়ে যাওয়া শোটা চালু করে কর্মসংস্থান সচল রাখতে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রাজাগাঁও ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদের বালুর ঘাট ও রামনাথ হাটের টেন্ডার সংক্রান্ত অভিযোগ বিষয়ে তিনি বলেন, “এসব টেন্ডার প্রক্রিয়ায় থানা বিএনপির সভাপতি ও আমি কোনভাবেই যুক্ত নই।”
রুহিয়া ডিগ্রি কলেজের সম্পত্তি বিষয়েও তিনি বলেন, “টেন্ডার আহ্বানসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন কলেজের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনছারুল হক। আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা শুধু আমাকে নয়, পুরো দলকেই হেয় করার অপচেষ্টা মাত্র।”
খ্রিস্টান সম্প্রদায়ের জমি সংক্রান্ত ঘটনার প্রসঙ্গে রিপন বলেন, “এ বিষয় দীর্ঘদিনের বিরোধ। রুহিয়া থানা বিএনপি বা আমি এতে কোনোভাবে যুক্ত নই। একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে।”
এ সময় সদ্য পদত্যাগ করা যুবদল নেতা মাইন উদ্দিনের ফেসবুকে ভিডিও পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, “মাইন উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম, দখল, নির্যাতনের অভিযোগ রয়েছে।
বিষয়গুলো থানা যুবদলকে জানানো হলেও, তাকে বহিষ্কার করা হয়নি এর ব্যাখ্যা আমার কাছে অস্পষ্ট।”
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ স্পষ্ট করেন যে, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং