চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্কাউট কমিটির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির কার্যালয় ভাঙচুরের একটি ঘটনা ঘটে। এ বিষয়ে দীর্ঘদিন পর, ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। তিনি ঘটনার পর থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, “বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।”
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং