নিজস্বপ্রতিবেদক।। গড়েয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান।মোঃ বেলাল হোসেন (রেনু) বর্তমান প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন,ও ইউপি সদস্য।
সাবেক প্যানেল চেয়ারম্যান, মানু রাম বর্মন ও সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগ,তাকে পুলিশ দিয়ে ধরিয়ে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে বসেন রেনু মেম্বার, তার সাথে সহযোগী হিসেবে আছেন বেশ কয়েকজন,
রেনু মেম্বার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগে যোগদান করার জন্য অনেক চেষ্টা করেন সেখানে রমজান ও মাসুদের জন্য হতে পারেনি, এবং ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করার চেষ্টাও করেন,এবং কি সে মারুফ,টিটু দত্ত,আপেল, সমীর দত্ত,রমেশ চন্দ্র সেন,মোশারুল ইসলাম সরকার,মু. সাদেক কুরাইশী, অ্যাপোলো সাহা সহ গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ,বিভিন্ন নেতার সাথে তার ছিলো সম্পর্ক, থানায় ওসি সহ পুলিশ কর্মকর্তাদের সাথে ছিলো ভালো সম্পর্ক, এবং ৫ই জুলাইয়ের পর থেকে বিএনপিতে যোগদান করার জন্য বিভিন্ন নেতার সাথে উঠা বসা শুরু করে,তার রূপ চিত্র নাটকের মত, মেম্বার হওয়ার লক্ষ ছিলো মানুষকে ভুলিয়ে-ভালিয়ে ভোটের আশা দিয়ে মন জয় করে মেম্বার হওয়া, মানুষকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আশা দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বয়স্ক ভাতা, জন্ম নিবন্ধন, মাতৃকালীন ভাতা টাকা নে সে,সাথে সহযোগী ছিলো কুমত,
ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে সে।
কিছু দিন আগে ৪নং ওয়ার্ড থেকে মিলন চোর ও তার মাকে বেদরক মার ধোর করে দুই লক্ষ ঢাকা জরিমানা করে,১নং ওয়ার্ড ডাঙ্গিপুকুর বস্তির রাস্তা বের করে দিয়ে সেখানে থেকে ৫০ হাজার টাকা। নিয়েছে সাথে ছিলো মিজান, সমনায়ক নাম ভাঙ্গিয়ে।