নিজস্ব প্রতিবেদক।।নরসিংদীর শিল্পনগরী মাধবদীর ভূমি অফিস বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভূমি সহকারী কর্মকর্তা মোর্শেদ আলম দীর্ঘ পাঁচ বছর যাবত একই স্টেশনে কর্মরত রয়েছেন। সরকারি বিধিমতে দুই বছরের বেশি একই কর্মস্থলে থাকার নিয়ম নেই, তবুও ইউএনও ও এসিল্যান্ডকে ম্যানেজ করে তিনি বহাল আছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগ রয়েছে, প্রতিটি নামজারির ফাইলে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে হয়রানি, ঘুরানো ও বিভিন্ন অজুহাতে কাজ আটকে রাখা হয়। তার সহযোগী গোলাপ এ কাজে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কর্মকর্তা মোর্শেদ বলেন, “আমার বিষয়ে ডিসি স্যারের সঙ্গে কথা বলেন।”
দুর্নীতির এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং