ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। শনিবার ০২ আগস্ট) আটককৃত দুই চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের।
আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দোহসু( মাছয়ার পাড়া) গ্রামের আব্দুল মান্নান এর ছেলে আশিকুর রহমান আসিফ(১৮) ও ওহাব আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুদ(১৮)।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুহিয়া থানাধীন পাটিয়াডাঙ্গী বাজারে এ্যাপাচী RTR মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম আজম অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করে।
এ বিষয় প্যানালকোড অনুযায়ী রুহিয়া থানায় একটি মামলা রজু করা হয় যার মামলা নং ০১ তারিখ; ০১/০৮/২৫ ইল। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের বলেন, চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ১৫০ সিসি এ্যাপাচী আরটিআর মোটরসাইকেল জব্দ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং