1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সাজাপ্রাপ্ত ওয়াহিদা বেগম আবার রাকাবের এমডি! অপসারণ ও শাস্তির দাবিতে অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ পঞ্চগড়ে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাস জমি দখলের পাঁয়তারা—ভূমিহীন পরিবার নিরাপত্তাহীনতায়, প্রশাসনের নিষ্ক্রিয়তায় হতাশা পঞ্চগড় জেলায় এলপিজি পাম্প ব্যবসায় একচ্ছত্র আধিপত্য কায়েমে নব কৌশল রুহিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক হাত ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মানবতার ফেরিওয়ালা হিসাবে পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক রুবেল ও স্বেচ্ছাসেবক ইউসুফ ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়” (✒️এস এম মনিরুজ্জামান আকাশ) (দ্বিতীয় পর্ব) হরিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার গলায়  ফাস দিয়ে আত্মাহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাস জমি দখলের পাঁয়তারা—ভূমিহীন পরিবার নিরাপত্তাহীনতায়, প্রশাসনের নিষ্ক্রিয়তায় হতাশা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।পঞ্চগড় সদর উপজেলার কামাতপাড়ায় খাস জমিতে তিন দশক ধরে বসবাসরত এক ভূমিহীন পরিবার দখলের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ৫নং চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি ও তার ভাই মো. মমিনুল ইসলাম কর্তৃক ওই জমি জবরদখলের অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ চার মাস আগেই এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগকারী মর্জিনা খাতুন জানান, পঞ্চগড় মৌজার খতিয়ান নং ০১ এর ১৫৩৫৭ (০.১০৮৭ একর) ও ১৫৩৫৬ (০.১৪৪ একর) দাগভুক্ত জমি সম্পূর্ণ খাস হিসেবে চিহ্নিত। তার পিতা ও পরিবার বিগত ৩০ বছর ধরে এই জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার ভাই ওই জমি নিজেদের দাবি করে নির্মাণকাজ শুরু করলে পঞ্চগড় সদর ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ দেওয়া হয়। ভূমি অফিস তাৎক্ষণিকভাবে দখলের কাজ বন্ধ করলেও এরপর থেকে শুরু হয় হুমকি ও হয়রানি।
মর্জিনা খাতুন জানান, “চার মাস আগেও লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং বিবাদীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। জমি ছাড়তে রাজি না হলে প্রাণনাশের হুমকি দিচ্ছে, একাকী পেলে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছে।”
গত ৭ মার্চ ২০২৫ তারিখে বিবাদীরা সরাসরি ঘটনাস্থলে এসে গালিগালাজ ও মারমুখী আচরণ করে, এবং জোরপূর্বক জমি ছাড়ার হুমকি দেয়।
তিনি আরও বলেন, “আমরা ভূমিহীন মানুষ, এই খাস জমিই আমাদের একমাত্র আশ্রয়। এখন সেটাও কেড়ে নিতে চাইছে। প্রশাসনের কাছে অনেক গেছি, কিন্তু আজও কোনো বিচার পাইনি।”
এ বিষয়ে দ্রুত তদন্ত করে ভূমিহীন পরিবারটির নিরাপত্তা নিশ্চিত ও দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মানবাধিকারকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে ৫নং ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি বলেন,
“এলাকায় অনেকেই ছাদপিটা (পাকা) ঘর তৈরি করেছে। আমি শুধু একটি টিনসেড ঘর করেছি।নেই পঞ্চগড় পৌরসভার কোন অনুমতি ।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন,
“এক নম্বর খাস খতিয়ানের জমির বিষয়ে আমরা কাউকে কোনোভাবে মঞ্জুরি (লিজ বা অনুমতি) দেইনি। যদি কেউ সেখানে দালান বাড়ি স্থায়ী নির্মাণ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত