মুক্তির কোন পথ খোলা নেই
সব হয়েছে বলিয়ান
ভালো থাকার করি শুধু আমরা ভান।
তোমরা দেখেছো কি?
চারদিকে মৌমাছির ওড়াউড়ি,
সেই কবেই
সুতার মাজন কেটে উড়ে গেছে ঘুড়ি।
বুদ্ধিমত্তারা অবুদ্ধিদের,
কানের কাছে দেয় সুরসুরি।
আহারে জগত
যেন সব চায় নগদ।
এত চাওয়া-পাওয়ার মাঝে
সকাল সন্ধ্যা সাঝে
কে দেবে সাঝের বাতি,
কে ধরবে বর্ষের ছাতি।
অনাগত ভবিষ্যত অন্ধকার
ভেবে ভেবে
জ্বলে পুড়ে অন্তত হয় ছারখার।
শান্তির খোঁজে জলের ধারে
অবলা প্রকৃতি নজর কাঁড়ে।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং