ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধায় উদযাপিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার গাইবান্ধা পৌর শহরের ইনডোর স্টেডিয়ামে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এরআগে জেলার সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ।
দিবসটি পালনে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর নবী টিটুল, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, এনসিপির প্রধান সমন্বয়ক নামজুল হাসান সোহানসহ জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই এর গণঅভ্যুত্থান এবং গাইবান্ধার বীরদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা জানান “জুলাইয়ের সেই আন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী প্রতিবাদ, যা গণতান্ত্রিক চেতনার অনুপ্রেরণা হয়ে থাকব। এ আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, আবৃত্তি, নাট্যাংশ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং