শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।পঞ্চগড়ে শহীদদের স্মৃতিতে এনসিপির শ্রদ্ধা নিবেদন, ইজিবাইক শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা এনসিপির আয়োজনে জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন।
এসময় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এনসিপির সদর উপজেলার আয়োজনে একটি মিছিল সহ ইজিবাইক শোভাযাত্রা বের করা হয়। পরে সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন বলেন, জুলাইয়ের চেতনা আমাদের অন্তরে গেথে আছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছে। অনেক ছেলে তার বাবাকে হারিয়েছে। অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। কিন্তু এক বছরের দৃশ্যমান কোন বিচার হয় নাই। অবিলম্বে জুলাই আন্দোলনের নিহতদের ঘটনায় দৃশ্যমান বিচার করতে হবে।
পরে জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং