1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পদ্ম পুকুর // শামীমা আক্তার লাভলী ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত  গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে  মানববন্ধন ও সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের মানববন্ধন অবশেষে ইউএনও’র এঁর মানবিক নির্দেশে উপড়ে পড়া পলাশ বৃক্ষটি দন্ডায়মান নরসিংদীতে ভূমি অধিগ্রহণে ঘুষ বাণিজ্য, ক্ষতিগ্রস্তদের আহাজারি ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কথন // প্রভাষক সোহেল রানা সরকার পরিবর্তনের পরও জনগণের জীবনে পরিবর্তন নেই— বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল মোস্তাফিজ বিএনপি নেতা আবুল হাসেম আর নেই এলাকায় শোকের ছায়া

ঠাকুরগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে ইউএনও প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে ইউএনও প্রশংসনীয় উদ্যোগ ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাটে প্রধান সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। তার এই উদ্যোগে পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও রোডের মুন্সিরহাট সংলগ্ন সদর উপজেলা, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জগামী প্রধান সড়কে জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা করেন ইউএনও খাইরুল ইসলাম। হাতে কোদাল নিয়ে জমাটবদ্ধ এ পানির নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এতে ভোগান্তিতে থাকা পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে।

স্থানীয়রা জানান, সড়কটি বর্ষা মৌসুমে প্রায়ই পানির নিচে তলিয়ে যায়। নিচু রাস্তা, অপরিকল্পিত নির্মাণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এতে বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি অস্থায়ী সমাধান। স্থানীয়দের সহযোগিতা পেলে স্থায়ীভাবে সমস্যার সমাধানে ড্রেনেজ ব্যবস্থাসহ পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, এলাকাবাসী ইউএনওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয়, এখন প্রয়োজন স্থায়ী সমাধান। এজন্য তারা দ্রুত সড়কের পাশে ড্রেন নির্মাণের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত