এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম):- আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সিএমপি। নিষেধাজ্ঞার মধ্যে বলা হয়েছে ৬ জানুয়ারি রাত ১২ হতে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন (নিম্নোলিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়া) চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে।১। ট্যাক্সি ক্যাব২। পিক আপ
৩। মাইক্রোবাস৪। ট্রাক। মোটর সাইকেল আগামীকাল ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল (নিম্নোক্ত উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়া) ব্যবহার করতে পারবে না। নিম্নোক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থা এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে:১। আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী২। স্বশস্ত্র বাহিনী ৩। প্রশাসন ৪। অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য:জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহন, ঔষধ পরিবহন, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত দ্রব্যাদি পরিবহনকারী যানবাহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবেনা।নির্বাচনী_কাজে_নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য:★নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য যেকোন ব্যক্তির জন্য নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি থাকবে।#সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য★সাংবাদিক ও পর্যবেক্ষক কর্তৃক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত মোটর সাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে।প্রার্থীদের জন্য★প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি জিপ/কার/মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।★প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র, পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য ১টি জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।উভয় ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন করতে হবে।সাধারণ_জনগনের_চলাচলের_জন্য।★আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে আসা যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহনের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবেনা। তবে এধরনের যাতায়াতের প্রমাণ হিসেবে বিমানের টিকেট বা অনুরুপ প্রমাণ প্রদর্শন করতে হবে।
★দূরপাল্লায় যাত্রী বহনকারী অথবা দূরপাল্লায় যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলাচলের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবেনা। ★জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগর বাহির এবং প্রবেশের জন্য, গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্ত রূপ সকল উপর নিষেধাজ্ঞা কার্যকর হবেনা। এরূপ যাতায়াতের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। তবে স্থানীয় প্রয়োজন ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটগণ কতিপয় যানবাহনের উপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।