স্টাফ রিপোর্টার।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির কারাবন্দিদের সাথে দেখা করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারে গিয়ে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের কারাবন্দি নেতা কর্মীদের সাথে দেখা করেন। কারাগারের সাক্ষাত কক্ষে তিনি বন্দিদের সাথে কুশল বিনিময় করেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেল গেটের বাইরে অবস্থান করেন।
এর আগে তিনি আদালতে আইনজীবীদের সাথে মত বিনিময় করেন । এসময় তিনি বলেন সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে স্থবিরতার মধ্যে রেখেছে। এটা স্বৈরাচারের বর্ম। মানুষকে স্থবিরতায় অভ্যস্থ করে তোলা স্বৈচারের বর্ম। এখন মানুষ টেলিফোনে কথা বলতে ভয় পায়। এটাতে আমাদেরকে অভ্যস্থ করে তুলছে এই সরকার। আইনের দার্শনিকরা যদি এসময় থাকতেন তাহলে তারা বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে হাসতেন। আজকে আমরা এমন একটা শাসন ব্যবস্থায় আছি যখন বিনা বিচারে আটক করা হচ্ছে। জেলখানায় পাঠানো হচ্ছে। এটা ওপনৈবেশিকতার শাষন। আমাদের দেশে একজন প্রধান বিচারপতিকে চেয়ার থেকে সরিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশে আইন এবং বিচারের নামে প্রহসন হচ্ছে। এই প্রহসনে প্রথমে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক রহমানসহ হাজার হাজার নেতা কর্মী, সবশেষে ড, ইউনুসকে জেল দেয়া হয়েছে। তাই আইনজীবীদের প্রথমে কথা বলা শুরু করতে হবে। কারণ বাংলাদেশের মানুষের আইনজীবীদের প্রতি আস্থা আছে। এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জাতীয়তাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল,জেলা মহিলা দলের সভাপতি লায়লা আন্জুমান মুক্তি, সাবেক সংরক্ষিত এমপি অ্যাডভোকেট রীনা পারভীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আব্দুল বারিসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গত ৩১ ডিসেম্বরে তিনি পঞ্চগড়ে আসেন। গত কয়েকদিন থেকে পঞ্চগড় ১ আসনের ২৩ টি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি । #